ভারত সাথে আছে, চীনও আছে: মহিউদ্দিন

ভারতকে ‘বন্ধু’ অভিহিত করে চীনও বাংলাদেশের ‘সাথে আছে’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2017, 11:55 AM
Updated : 8 April 2017, 11:55 AM

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বিষয়ে জানতে চাইলে এ মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর চশমা হিলে বাসভবনে আয়োজিত এক পারিবারিক মেজবানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ বিষয়ে কথা বলেন চট্টগ্রাম সিটির সাবেক মেয়র।

দিল্লীতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে মহিউদ্দিনের কাছে জানতে চান সাংবাদিকরা।

জবাবে মহিউদ্দিন চৌধুরী বলেন, “ভারত আমাদের বন্ধু। আপদে-বিপদে ছিলেন। আগামীতেও থাকবেন।

“তাই জঙ্গির যে আক্রমণ চলছে, দুই দেশ বা তিন-চার দেশ মিলে এই জঙ্গিকে অবশ্যই প্রতিহত করতে হবে।”

মহিউদ্দিন বলেন, “চায়না আমাদের সাথে আছে। আমরা আছি। ভারতও আছে। মিয়ানমার আছে। বাংলাদেশও আছে।

“এই চারটা দেশ মিলে বাংলাদেশ ও এই এলাকা থেকে জঙ্গি চক্রান্ত যাতে চিরতরে বন্ধ হয় তার জন্য চুক্তি করে এবং চিরুনি অভিযান চালিয়ে অবশ্যই প্রতিহত করব।”

এর আগে বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সেখানকার সেক্রেটারিয়েট ভবনে এক অনুষ্ঠানে বলেছিলেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার ‘ভ্রাতৃত্ববোধের’ সম্পর্ক নষ্ট করতে উভয় দেশে ‘অনেকগুলো অশুভ শক্তি’ কাজ করছে।

‘একটি চক্র’ দুই দেশের নতুন প্রজন্মকে ‘লক্ষ্যবস্তুতে’ পরিণত করতে তাদের বিভ্রান্ত ও বিপথগামী করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেছিলেন প্রবীন কমিউনিস্ট নেতা মানিক সরকার।