দ্বিতীয় মেয়াদে ইডিইউ উপাচার্য অধ্যাপক সিকান্দার খান

দ্বিতীয় মেয়াদে চট্টগ্রামের ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2017, 11:45 AM
Updated : 8 April 2017, 11:45 AM

বোর্ড অব ট্রাস্টিজের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী চার বছরের জন্য উপাচার্য হিসেবে অধ্যাপক সিকান্দারকে পুনরায় নিয়োগ দেন বলে রোববার ইডিইউর জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, প্রথম মেয়াদে দায়িত্ব পালন করার পর দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে পুররায় নিয়োগ পেয়েছেন অধ্যাপক সিকান্দার খান। দ্বিতীয় মেয়াদেও তিনি চার বছর দায়িত্ব পালন করবেন।

সিকান্দার খান ১৯৪০ সালের ১ জুলাই চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স শেষ করার পর ১৯৬৯ সালে লন্ডনের লিডস ইউনিভার্সিটি থেকে এমফিল করেন।

মুক্তিযুদ্ধ চলাকালে ‘লিডস ফ্রন্ট ফর লিবারেশন অব বাংলাদেশ’ নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে মুক্তিযুদ্ধের সপক্ষে প্রচারণা চালান তিনি।

দীর্ঘ ৪৫ বছর শিক্ষকতার সঙ্গে জড়িত এ অধ্যাপক টানা ২৩ বছর শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

শিক্ষকতার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, ডিনের দায়িত্বও পালন করেছেন সিকান্দার খান।