আগরতলায় শুরু হচ্ছে আলোকচিত্র কার্নিভাল

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘ডায়মন্ড সিমেন্ট-পোর্ট্রেট আলোকচিত্র কার্নিভাল ২০১৭’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 01:59 PM
Updated : 28 March 2017, 01:59 PM

চট্টগ্রাম প্রেস ক্লাবে এ কার্নিভালের লোগো উন্মোচন উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে মঙ্গলবার আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক হাকিম আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, কার্নিভালের প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ এবং পোর্ট্রেট সম্পাদক রূপম চক্রবর্তী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোকচিত্র বিষয়ক জার্নাল ‘পোর্ট্রেট’ আগরতলা প্রেস ক্লাবের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করেছে।

বাংলাদেশ ও ত্রিপুরার আলোকচিত্র শিল্পীদের ছবির প্রদর্শনী, কর্মশালা ও অলোকচিত্র বিষয়ক অনুষ্ঠান থাকবে এবারের আয়োজনে।

আগরতলার সিটি হল গ্যালারিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া ত্রিপুরা তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ভানু রঞ্জন সাহা এবং আগরতলার মেয়র ড. প্রফুল্ল রঞ্জন সিনহা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

চট্টগ্রামসহ বাংলাদেশের আলোকচিত্রী ও সাংবাদিকসহ ৫৫ জনের একটি প্রতিনিধি দল এ উৎসবে অংশগ্রহণ করতে আগরতলা যাবেন।

২০১১ সাল থেকে পোর্ট্রেট বাংলাদেশে এই আলোকচিত্র উৎসবের আয়োজন করছে। এবরাই প্রথমবারের মত দেশের বাইরে উৎসবের আয়োজন করা হলো।