পাহাড়ে ধসে প্রাণহানি এড়াতে বর্ষার আগে অভিযান শুরু

বর্ষা মৌসুম শুরুর আগে চট্টগ্রামে পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে দিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 12:18 PM
Updated : 28 March 2017, 12:18 PM

মঙ্গলবার সকালে খুলশী থানার মতিঝর্ণা এলাকায় অভিযানে কোনো পরিবারকে উচ্ছেদ করা না হলেও তাদের ব্যবহারের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রামের সহকারী কমিশনার (ভূমি, সদর) আছিয়া খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড়ে ঝুঁকি নিয়ে পরিবারগুলোর সদস্যরা বসবাস করেন। বর্ষা মৌসুমে পাহাড় ধসের বিপর্যয় ঠেকাতে এ অভিযান শুরু করা হয়েছে।

ভারি বর্ষণে পাহাড়ের ঢালে বানানো এসব ঘরবাড়ি ধসে প্রাণহানির ঝুঁকি রয়েছে।

সকালে পুলিশ ও ফায়ার সার্ভিস, ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের কর্মীদের নিয়ে এ অভিযান শুরু করে জেলা প্রশাসন।

আছিয়া খাতুন বলেন, অভিযানের প্রথমদিন উচ্ছেদ করা না হলেও তাদের বর্ষা শুরুর আগে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

অভিযানটি চলমান প্রক্রিয়া বলেও জানান তিনি।

প্রথমদিনের অভিযানে শতাধিক ঘরের বিদ্যুৎ, পানি ও বেশকিছুর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান আছিয়া।

পাহাড়ি ঢালে বসবাসকারী সরিয়ে দিতে সেসব এলাকায় বানানো বাড়িঘরের পানি-গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ে বসবাসরতদের সরিয়ে নিতে উচ্ছেদ অভিযান করে জেলা প্রশাসন।

বিভিন্ন সময়ে বৃষ্টিতে পাহাড় ও দেয়াল ধসে পাহাড়ে বসবাসরত পরিবারের অনেক সদস্য নিহত হয়েছে।

২০০৭ সালের ১১ জুন চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে পাহাড়, দেয়াল ও ভূমি ধসে ১২৭ জনের প্রাণহানি ঘটে।