চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেওয়ার নির্দেশ

চট্টগ্রামের লালখান বাজার মতিঝর্ণা এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে গড়ে ওঠা অবৈধ বসতি সরিয়ে নিতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 10:47 AM
Updated : 28 March 2017, 10:47 AM

মঙ্গলবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত মতিঝর্ণা এলাকায় অভিযান চালান চট্টগ্রাম জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বর্ষা শুরুর আগে সরে যেতে নির্দেশ দিয়ে মাইকিং করা হয় বলে জানান চট্টগ্রামের আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ উল্লাহ মারুফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথমদিনে অবৈধ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করে বলা হয়েছে। ঘরে ঘরে গিয়ে বসবাসকারীদের অনুরোধ করা হয়েছে সরে যেতে।

“আমরা এসব ঘরে অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ-গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করছি, যাতে তারা সেসব বাসা ব্যবহার করতে না পারে।”

প্রথমদিনে প্রায় ১০০টি ঘরের বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জানিয়ে মোহাম্মদ উল্লাহ মারুফ বলেন, “প্রশাসনের অভিযান চলবে। আমরা সতর্ক করেছি। পরবর্তী অভিযানের সময় তাদের উচ্ছেদ করা হবে।”

অভিযানে চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন ও চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাবীবুল হাসান ছিলেন।