চট্টগ্রামে চুরি যাওয়া মোবাইলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে চুরি যাওয়া মোবাইল ফোন কেনা-বেচার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2017, 12:49 PM
Updated : 24 March 2017, 12:49 PM

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বায়েজিদ বোস্তামি থানার ঢেবার পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ওসি মোহাম্মদ মহসিন জানান ।

গ্রেপ্তার চারজন হলেন- মো. বাবুল (১৯), ইকবাল হোসেন (২৮), জাহিদুল ইসলাম (৩২) ও আব্দুল জব্বার (৫৪)।

এদের মধ্যে ইকবাল ‘ইকবাল টেলিকম’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক। তারা সবাই ঢেবার পাড় এলাকার বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি রাতে শেরশাহ এলাকার ‘আলাপ টেলিকম’ নামে একটি দোকানের টিনের চাল কেটে ৭০টি মোবাইল ফোন চুরি হয়।

“মামলার তদন্ত করতে গিয়ে বৃহস্পতিবার রাতে ঢোবার পাড় থেকে নয়টি মোবাইল ফোনসহ বাবুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে বাবুল জানায়, সে এবং আরও তিনজন মিলে ওই ৭০টি মোবাইল চুরি করে। সে তার ভাগে ২২টি মোবাইল পায়।”

ওই ২২টি ফোনের মধ্যে নয়টি ইকবালের দোকানে, তিনটি জাহিদুলের কাছে এবং একটি জব্বারের কাছে বিক্রি করার কথা পুলিশকে বলেন বাবুল।

পরে অভিযান চালিয়ে চোরাই ফোনগুলোর তিন ক্রেতাকে ১৩টি সেটসহ গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

তিনি বলেন, ওই চুরির ঘটনায় জড়িত অন্যদেরও ধরার চেষ্টা চলছে।