ডিসি হিল মুক্তমঞ্চের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরলো প্রশাসন

সংস্কৃতিকর্মীদের আপত্তির মুখে চট্টগ্রামের ডিসি হিলের মুক্তমঞ্চের ভাড়া বাড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 07:05 AM
Updated : 23 March 2017, 07:05 AM

ফলে আগের মতোই সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো দুই হাজার টাকা ভাড়া দিয়ে মুক্তমঞ্চ ব্যবহার করতে পারবে বলে জেলা প্রশাসনের স্টাফ অফিসার ইশতিয়াক আহমদ জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার বিকালে অর্ধশতাধিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর জেলা প্রশাসক ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেন।

মার্চের মাঝামাঝি ডিসি হিল মুক্তমঞ্চের ভাড়া এপ্রিল থেকে ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তখন থেকেই এর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আসছিল চট্টগ্রামে ক্রিয়াশীল বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সুযোগ-সুবিধা না বাড়িয়ে ‘অস্বাভাবিক ভাড়া’ নির্ধারণ সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করবে করে সিদ্ধান্ত বদলের দাবি তুলেছিল তারা। তাদের দাবির মুখে বুধবার জেলা প্রশাসন তাদের সঙ্গে আলোচনায় বসেন।

চট্টগ্রাম জেলা প্রশাসকের বাংলো সংলগ্ন এই ডিসি হিল মুক্ত মঞ্চেই সত্তরের দশকের শেষ দিকে শুরু হয় সম্মিলিত পহেলা বৈশাখের বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠান। ধীরে ধীরে এ অনুষ্ঠানই চট্টগ্রামের বর্ষবরণের প্রধান অনুষ্ঠানে পরিণত হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে ডিসি হিলে একটি স্থায়ী মুক্তমঞ্চ তৈরি করার পর লিখিত আবেদনের মাধ্যমে বিভিন্ন সংগঠন সেখানে অনুষ্ঠান করত। পরবর্তীতে ওই মুক্তমঞ্চের ভাড়া নির্ধারণ করা হয় দুই হাজার টাকা।