চট্টগ্রামে দুর্ঘটনায় ৩ বাহন, পথচারী শিক্ষিকার মৃত্যু

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় বাসচাপায় এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 06:33 AM
Updated : 22 March 2017, 06:33 AM

নিহত সাকেরা খাতুন (৩৫) পটিয়া উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন বলে বাকলিয়া থানার ট্রাফিক পরিদর্শক আব্দুল্লাহ খান বাদল জানান।

তিনি বলেন, সকাল ৯টার দিকে আমানত শাহ এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন সাকেরা।

“এসময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনের ট্রাককে ধাক্কা দিলে সেটি সাকেরার সামনে থাকা আরেক বাসকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ওই বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সাকিরাকে চাপা দেয়।”

গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকেরাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া জানান। 

দুর্ঘটনায় পড়া দুটি বাস ও ট্রাক আটক করা হলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছেন বলে জানান বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী।

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয়রা শাহ আমানত সেতু এলাকার গোল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখালে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বেলা ১১টার দিকে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।