চট্টগ্রাম সিটির বাড়তি হোল্ডিং ট্যাক্স আদায় স্থগিত

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বাড়তি হারে হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 11:43 AM
Updated : 21 March 2017, 11:43 AM

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেয়।

বর্ধিত হারে হোল্ডিং ট্যাক্স আদায়ের কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। 

চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও প্রধান রাজস্ব কর্মকর্তাকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া রিট আবেদনকারীদের কাছ থেকে বাড়তি হারে কর আদায়ের বিষয়ে দেওয়া বিভিন্ন নোটিসের কার্যক্রমও ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বাড়তি হারে হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে ‘চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ’ এর যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিনসহ চারজন সোমবার রিট আবেদনটি করেন।

আদালতে আবেদনটির পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

পরে জ্যোতির্ময় বড়ুয়া সংবাদ কর্মীদের বলেন, গত বছরের অক্টোবর থেকে চট্রগ্রাম সিটি করপোরেশন ১৭ শতাংশ হারে হোল্ডিং ট্যাক্স আদায় করছে। কিন্তু ইমারত আইন অনুযায়ী বাড়ির মোট দামের ৭ শতাংশ পর্যন্ত আদায়ের নিয়ম রয়েছে।

এর আগে গত ২৪ জানুয়ারি রাজশাহী সিটি করপোরেশনের বাড়তি হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে হাই কোর্টের একই বেঞ্চ।