চট্টগ্রামে জাল ড্রাইভিং লাইসেন্সসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে জাল ড্রাইভিং লাইসেন্স, সিল ও কাগজপত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 08:25 AM
Updated : 21 March 2017, 10:27 AM

র‌্যাব-৭ এর লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান জানান, সোমবার রাতে পাঁচলাইশ শুলকবহর আলমাদানী রোডের ইদ্রিস মিয়ার কলোনীতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- মো. শাহ আলম (৫৩), মো. সেলিম মিয়া (৪৮) ও মো. আলম (৭০)।

তাদের কাছ থেকে ৪২টি জাল ড্রাইভিং লাইসেন্স, ছয়টি জাতীয় পরিচয়পত্র, ৩০টি মোবাইল সিম; পুলিশ সুপার, ওসি, এসআই, এএসআই, বিআরটিএ ও সিটি করপোরেশন কর্মকর্তা এবং মেডিকেল অফিসারসহ বিভিন্ন ব্যক্তির নামে তৈরি ৩৫টি সিল, লাইসেন্সের আবেদনপত্রসহ বিভিন্ন ধরনের কাগজপত্র উদ্ধার করা হয় বলে জানান আশেকুর।

তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার কথা বলে টাকার বিনিময়ে জাল লাইসেন্স সরবরাহ করার কথা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

“তাদের কাছে যেসব কাগজপত্র পাওয়া গেছে তা বিআরটিএ দপ্তর ছাড়া অন্য কোথাও থাকার কথা নয়,” বলেন এই র‌্যাব কর্মকর্তা।