সিআইইউতে ব্যবস্থাপনা উন্নয়ন কেন্দ্র করতে চায় বিএসআরএম

করপোরেট প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের জন্য চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তুলবে দেশের অন্যতম ব্যবসায়িক গ্রুপ বিএসআরএম।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2017, 11:53 AM
Updated : 20 March 2017, 11:53 AM

সোমবার সিআইইউ শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে এ সেন্টার গড়ে তোলার আগ্রহের কথা জানান বিএসআরএম এর পরিচালক সাবিন আমির।

বৈঠকে তিনি বলেন, সিআইইউর সাথে বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী বিএসআরএম। প্রথম পর্যায়ে করপোরেট হাউসে কর্মরত নির্বাহী/ব্যবস্থাপকদের জন্য বিএসআরএম সিআইইউতে একটি ম্যানেজমেন্ট ডেভেলপম্যান্ট সেন্টার গড়ে তুলবে।

“এর মাধ্যমে বিএসআরএমের পাশাপাশি এই অঞ্চলের করপোরেট হাউসগুলোও বিভিন্নভাবে লাভবান হবে। এছাড়া সিআইইউর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও অ্যাডভাইজিং বিভাগ এবং গবেষণামূলক বিভিন্ন খাতে বিএসআরএম কাজ করতে আগ্রহী।”

সিআইইউ ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক নুরুল আবসার নাহিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, বিএসআরএম গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান জামিল আহমেদ, সিআইইউর ফিন্যান্স বিভাগের প্রধান ড. সৈয়দ মনজুর কাদের, মার্কেটিং বিভাগের প্রধান ড. মাহমুদ হাসান এবং সহযোগী অধ্যাপক মো. নাঈম আব্দুল্লাহ বক্তব্য রাখেন।