সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা: ৪ মামলা করেছে পুলিশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক উদ্ধার ও পাঁচজন নিহতের ঘটনায় চারটি মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 09:54 AM
Updated : 17 March 2017, 09:58 AM

শুক্রবার সকালে সীতাকুণ্ড থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাগুলো দায়ের করা হয় বলে চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান।

এর মধ্যে নামার বাজার ওয়ার্ডের আমিরাবাদ এলাকার সাধন কুটির থেকে গ্রেপ্তার জঙ্গি দম্পতি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।

আর প্রেমতলার ‘ছায়ানীড়’ ভবনে অভিযানের সময় বোমা উদ্ধার ও হতাহতের ঘটনায় হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা হয়েছে বাকি দুটি মামলা।

আমিরাবাদ থেকে গ্রেপ্তার জঙ্গি দম্পতি জসীম ও আর্জিনাকে সবগুলো মামলাতেই আসামি করা হয়েছে।

আর হত্যা মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের।

বুধবার জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর সীতাকুণ্ড পৌর এলাকার ৫ নম্বর প্রেমতলা ওয়ার্ডে ‘ছায়ানীড়’ নামের ওই বাড়ি ঘিরে ১৯ ঘণ্টা অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট।

এ অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণ ও গুলিতে এক নারীসহ চার জঙ্গি নিহত হন। পরে নিহত নারী জঙ্গির পাশে এক শিশুর বোমায় বিক্ষত লাশ পাওয়া যায়।