নিজের ঘরের ৩ ‘চোর’ ধরলেন এসআই

নিজের ঘর থেকে মোবাইল ও ল্যাপটপ চুরি হওয়ার পর বুধবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছেন চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থানার এক এসআই।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 09:48 PM
Updated : 15 March 2017, 09:59 PM

গ্রেপ্তাররা হলেন- রহমত আলী (২৫), মো. হাবিব (২৮) ও মো. আল আমীন (২৮)।

বায়েজিদ বোস্তামী থানার এসআই আজাদ হোসেন এদের গ্রেপ্তার করেন বলে ওসি মোহাম্মদ মহসিন জানান।

তিনি জানান, আজাদ থানা এলাকার কুঞ্জছায়া আবাসিক এলাকার  লাকী টাওয়ারের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন।  মঙ্গলবার রাতে তিনি টেবিলের উপর তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ল্যাপটপ রেখে ঘুমিয়ে পড়েন।  সকালে ঘুম থেকে উঠে মোবাইল ও ল্যাপটপ চুরি যাওয়ার বিষয়টি টের পান।

এরপর এসআই আজাদ নিজেই অভিযান চালিয়ে সকালে বার্মা কলোনীর বাসা থেকে চুরি যাওয়া একটি মোবাইলসহ রহমতকে গ্রেপ্তার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকা থেকে হাবিবকে গ্রেপ্তার করেন।

এই দুজনের দেওয়া তথ্য অনুযায়ী হিলভিউ আবাসিক এলাকার আলী নগরে অভিযান চালিয়ে চুরি যাওয়া ল্যাপটপ ও অপর মোবাইল সেটটি উদ্ধার করেন এসআই।

আল আমীনের বাসা থেকে এসময় ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান ওসি মহসিন।

তিনি বলেন, “রহমত ও হাবিব বলেছে রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে তারা বাসা থেকে ল্যাপটপ ও মোবাইল চুরি করে। একটি মোবাইল রহমত নিজের কাছে রাখলেও অন্য মোবাইল ও ল্যাপটপ আল আমীনের কাছে রাখে।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরির ঘটনায় একটি এবং আল আমীনের বিরুদ্ধে মাদক আইনে পৃথক আরেকটি মামলা করেছেন এসআই আজাদ।