চট্টগ্রামে পোশাক কারখানায় বিক্ষোভ

চট্টগ্রামের কালুরঘাটে বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 07:35 AM
Updated : 13 March 2017, 07:35 AM

চান্দগাঁও থানার ওসি সাইফুল আলম চৌধুরী জানান, শিল্প এলাকার সানম্যান গ্রুপের মালিকানাধীন আলফা টেক্সটাইলের শ্রমিকরা সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিক্ষোভ শুরু করেন।

“ওই কারখানায় প্রতিমাসের প্রথম সপ্তাহে শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়া হয়। এ মাসে দেরি হওয়ায় শ্রমিকরা আন্দোলনে গেছেন।”

ওসি জানান, মালিকপক্ষ সন্ধ্যার মধ্যেই বেতন পরিশোধ করবে বলে পুলিশকে আশ্বস্ত করেছে।

শ্রমিকরা কারখানা কম্পাউন্ডের ভেতরে বিক্ষোভ করায় রাস্তায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না বলে জানান এই পুলিশ কর্মকর্তা।