‘জঙ্গি আস্তানা’: বাড়ির মালিক রিদওয়ানুল কারাগারে

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’ থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার বাড়ির মালিক রিদওয়ানুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2017, 03:48 PM
Updated : 9 March 2017, 03:48 PM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোসেন মো. রেজা এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) সুপন কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিদওয়ানুলকে বিকালে আদালতে হাজির করা হয়।

“তার রিমান্ডের আবেদন করা হয়নি। পরে করা হবে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

এর আগে বুধবার রাতে মিরসরাই থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এসআই শহীদুল বশর।

কুমিল্লা চান্দিনায় পুলিশের ওপর বোমা হামলাকারী জসিম ও মাহমুদুল হাসানসহ আটজনকে এ মামলায় আসামি করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক রিদওয়ানুল হককে পুলিশ বুধবার রাতে আটক করে।

গত মঙ্গলবার কুমিল্লার চান্দিনায় মহাসড়কে তল্লাশির সময় বাস থেকে নেমে পুলিশের উপর বোমা ছোড়ার পর দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা জেএমবি সদস্য বলে পুলিশ জানিয়েছিল।

পরে গ্রেপ্তার একজনকে নিয়ে মিরসরাইয়ের ওই বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সেখান থেকে উদ্ধার করা হয় হাতবোমা, চাপাতি ও বিস্ফোরক।