তিন প্রতিষ্ঠানকে জরিমানা, আইসক্রিম কারখানা সিলগালা

ভেজাল মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা ও একটি আইসক্রিম কারখানা সিলগালা করে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 01:03 PM
Updated : 27 Feb 2017, 01:03 PM

সোমবার সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে সিসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে ভেজাল মিশ্রিত ও ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রি করায় নগরীর চকবাজার থানার কাতলগঞ্জ সড়কের শাহী জমজম হোটেল, বাংলা ফুডস এবং আল আমিন হোটেলকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

একই আদালত নগরীর চান্দগাঁও থানার পশ্চিম ফরিদের পাড়ার মামা আইসবার কারখানায় অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর দ্রব্য মিশিয়ে আইসক্রিম তৈরির প্রমাণ পেয়ে কারখানাটি সিলগালা করে দেয়।