আদিল হত্যা: চট্টগ্রামে একজন গ্রেপ্তার

চট্টগ্রামে ছুরি মেরে এসএসসি পরীক্ষার্থী ওয়াছিনুর রহমান আদিল খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 09:52 AM
Updated : 27 Feb 2017, 09:52 AM

রোববার গভীর রাতে নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকার বালুর মাঠ সংলগ্ন একটি কলোনি থেকে আবুল বশর (৪৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বশর রাজাখালী বেড়িবাধ এলাকার মৃত আবদুল মজিদের ছেলে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যায় আদিলের মামা নজরুল ইসলাম বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে মামলা করেন। 

“গ্রেপ্তার বশর মামলার সাত নম্বর আসামি।”

এ মামলায় বশর ছাড়াও আরও দুই আসামি গ্রেপ্তার হয়েছে বলে জানান তিনি।

গত শুক্রবার রাতে রাজাখালী মাস্টার কলোনিতে এসএসসি পরীক্ষার্থী আদিল ও তার বাবা বদিউল আলম বাচ্চুকে ছুরি মারে কলোনির এক ভাড়াটিয়ার সহযোগীরা। পরদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় আদিলের মৃত্যু হয়।

আদিল এবছর চট্টগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।