চট্টগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু

‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি: সুস্থ সবল মেধাবী জাতি’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2017, 02:55 PM
Updated : 25 Feb 2017, 02:55 PM

শনিবার সকালে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে প্রাণী প্রদশর্নীরও আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় জেলা ও প্রাণী সম্পদ দপ্তর।

প্রাণী সেবা সপ্তাহ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।

অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরপাদ ও স্বাস্থ্যকর আমিষ উৎপাদনের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

তবে নিরাপদ উৎপাদন ব্যবস্থার জন্য প্রাণী সম্পদ দপ্তরকে প্রচারণা বাড়ানোরও পরমর্শ দেন মন্ত্রী।

চট্টগ্রামের জেলা প্রশাসক শামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ, বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম মনোয়ার হোসেন, ডা. মো. ফরহাদ হোসেন, পরিচালক রকিবুর রহমান টুটুল বক্তব্য রাখেন।

প্রাণী প্রেমীরা তাদের শখের বিভিন্ন বিভিন্ন পাখি ও পশু নিয়ে প্রদশর্নীতে অংশ নেন।