চট্টগ্রামে ‘চুরির মোটর সাইকেল বিক্রির সময়’ গ্রেপ্তার ৩

কক্সবাজার থেকে চুরি করা মোটর সাইকেল এনে চট্টগ্রামে বিক্রির সময় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2017, 12:05 PM
Updated : 25 Feb 2017, 12:05 PM

শনিবার সকালে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার কাঁঠাল বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় জানিয়েছেন বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন।

এরা হলেন- মো. জমির উদ্দিন (২৮), আব্দুর রহমান ওরফে সোনা মিয়া (৩০) ও রাশেদুল আলম রাশেদ (৩০)।

পুলিশ কর্মকর্তা মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজারের বাসিন্দা জমির ও সোনা মিয়া চকরিয়া উপজেলার ইলশা এলকা থেকে ‘ডিসকভার’ ব্র্যান্ডের একটি মোটরসাইকেল চুরি করে চট্টগ্রাম নিয়ে আসে।

“সকালে কাঁঠাল বাগান এলাকায় মোটরসাইকেলটি রাশেদের কাছে বিক্রির করার সময় পুলিশ তাদের আটক করে।”

গ্রেপ্তার জমির ও সোনা মিয়া দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে ওসি জানান।

তিনি বলেন, তাদের কাছ থেকে এ চক্রটির আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। মোটরসাইকেলটির মালিকানা কার সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে।