চট্টগ্রামে রামপালবিরোধী কর্মসূচিতে বাধা

সুন্দরবনের কাছে রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালনে বাধা পেয়েছে চট্টগ্রাম তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

চট্টগ্রাম ব‌্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2017, 06:42 AM
Updated : 25 Feb 2017, 07:20 AM

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাগরিক সংগঠনটির নেতা-কর্মীরা শনিবার বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়েছিল। সেখান থেকে পুলিশ তাদের তুলে দেয়।

রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি শনিবার দেশব্যাপী রাজপথ অবরোধের কর্মসূচি দিয়েছিল।

কমিটি চট্টগ্রামের সংগঠক রাহাত উল্লাহ জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করতে এসেছিলাম। পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর হামলা চালায়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ অবস্থান কর্মসূচিতে শুরুতেই বাধা দিয়েছিল। বাধা পেয়ে তেল-গ‌্যাস রক্ষা কমিটির নেতা-কর্মীরা মিছিল নিয়ে চলে যাওয়ার সময় পুলিশ তাদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়।

তখন পুলিশ লাঠিপেটা করলে দুই পক্ষের মধ্যে কিছু সময় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে বলে জানান প্রত‌্যক্ষদর্শীরা।

এরপর তেল-গ‌্যাস রক্ষা কমিটির নেতা-কর্মীরা প্রেস ক্লাব চত্বরে সমাবেশ শুরু করে। সেখানেও পুলিশ তাদের ঘিরে রাখে।

বাধা দেওয়ার বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রামপাল বিদ‌্যুৎ কেন্দ্র হলে তা বিশ্ব ঐতিহ‌্য সুন্দরবন হুমকি পড়বে দাবি করে এর বিরোধিতা করছে বাম সমর্থিত তেল-গ‌্যাস রক্ষা কমিটি।

অন‌্যদিকে সুন্দরবন নিয়ে আশঙ্কার কিছু নেই বলে সরকারের দাবি। আন্দোলনকারীদের উদ্দেশ‌্য নিয়েও প্রশ্ন তুলে আসছেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা।