চট্টগ্রামে মানবসম্পদ বিষয়ক সম্মেলন

চট্টগ্রামে প্রথমবারের মত অনুষ্ঠিত হল মানবসম্পদ বিষয়ক সম্মেলন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 01:22 PM
Updated : 24 Feb 2017, 01:22 PM

শুক্রবার চট্টগ্রাম নগরীর র‌্যাডিসন ব্লুতে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম), চট্টগ্রাম চ্যাপ্টার দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, “আমাদের শিক্ষার্থীরা এখন পরীক্ষার্থী হয়ে গেছে। খেলাধুলা নেই, সংস্কৃতি চর্চা নেই, ভালো কিছু করার সুযোগ নেই। শুধু কোচিংয়ের পেছনে দৌড়াচ্ছে।

“হিউম্যান ক্যাপাসিটি বিকশিত করতে পারার মত একটা জায়গায় যদি বর্তমান প্রজন্মকে নিয়ে যাওয়া যায় তাহলে মানবসম্পদ বিষেশজ্ঞদের কাজ আরও সহজ হয়ে যাবে।”

বাংলাদেশে চালু থাকা তিন ধরনের শিক্ষাব্যবস্থায় বৈষম্য রয়েছে দাবি করে তিনি বলেন, “এ তিন ধারার মধ্যে বৈষম্য কমিয়ে সমন্বয়ের কথা শিক্ষানীতিতে বলা হয়েছে। সেটা আমাদের অবশ্যই করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে শিল্পগ্রুপ এ কে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান বলেন, “মানবসম্পদ যে কোনো সংস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ।”

মানবসম্পদ ব্যবস্থাপনায় পিছিয়ে থাকার কারণে এশিয়ার জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার ৬০ ভাগ হওয়া সত্ত্বেও ব্যবসায় নেতৃত্ব দিতে পারছে না বলে জানান তিনি।

মানবসম্পদে সমৃদ্ধ হতে শিক্ষাব্যবস্থা ও প্রশিক্ষণ একাডেমিকে আন্তজার্তিক মানে উন্নীত করার উপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিএসএইচআরএমর ভাইস চেয়ারম্যান ও সম্মেলনের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর।

এতে অন্যদের মধ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সিকান্দার খান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম আজহারুল ইসলাম, বিএসএইচআরএম সভাপতি মো. মোশাররফ হোসাইন, বিসএইচআরএম চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান ড. ফরিদ এ সোবহানি বক্তব্য রাখেন।