অস্বাস্থ্যকর খাবার: চট্টগ্রামে তিন হোটেলকে জরিমানা

চট্টগ্রামের মুরাদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর খাবার রাখার দায়ে তিন হোটেলকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 02:05 PM
Updated : 19 Feb 2017, 02:05 PM

রোববার নগরীর মুরাদপুরের জামান হোটেল, মক্কা হোটেল ও সাতকানিয়া হোটেলকে এ জরিমানা করে চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ তিন হোটেলে পরিবেশনের জন্য যে খাবার রাখা হয়েছিল সেগুলো সম্পূর্ণ অস্বাস্থ্যকর এবং খাবারের অনুপযোগী।

এ অপরাধে জামান হোটেলকে ৫০ হাজার টাকা, মক্কা ও সাতকানিয়া হোটেলের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।