চট্টগ্রামে ৩ ডাকাতের ১০ বছর কারাদণ্ড

চট্টগ্রামে ডাকাতির মামলায় তিন ব্যক্তিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব‌্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 01:32 PM
Updated : 19 Feb 2017, 01:32 PM

রোববার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরে আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বোয়ালখালী উপজেলার চর খিজিরপুরের বাসিন্দা মো. ইসমাইল, জসীম উদ্দিন ও শাকপুরা ইউনিয়নের বাসিন্দা সৈয়দুল হক। তারা সবাই পলাতক।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. লোকমান হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে ১৯ আসামিকে।

২০০৪ সালের ১৬ মার্চ গভীর রাতে বোয়ালখালী উপজেলার চর খিজিরপুর গ্রামে আব্দুর রহিমের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল বাড়ির সদস্যদের জিম্মি করে টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে যায়।  

এ ঘটনায় ওই দিন আব্দুর রহিম পাঁচজনের নাম উল্লেখ করে বোয়ালখালী থানায় একটি মামলা করেন।

আইনজীবী লোকমান জানান, ঘটনার পরের বছর ২০০৫ সালের ৩০ জুন পুলিশ ২২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং ২০০৮ সালের ১১ মার্চ আদালত অভিযোগ গঠন করে।