চট্টগ্রামে ৭ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে সাত হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব‌্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 09:50 AM
Updated : 17 Feb 2017, 09:50 AM

এরা হলেন- রোকেয়া বেগম (৪৫), তার স্বামী হাসান আলী (৬০), তাদের মেয়ে জামাই মো. রহিম (১৯) ও রহিমের মা আনোয়ারা বেগম (৪০)।

রোকেয়া-হাসান দম্পতির গ্রামের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ এলাকায়। আর রহিম ও তার মা আনোয়ারা বেগম বায়েজিদ থানাধীন চক্রেসো কানন আবাসিক এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।  

বায়েজিদ থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোকেয়া ও হাসান কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসেন তিন দিন আগে। শুক্রবার সকালে রহিমের বাসায় যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়।

“রোকেয়া ও হাসান আলীর দাবি, তারা বাহক। ১০ হাজার টাকার বিনিময়ে নির্দিষ্ট ব্যক্তির কাছে তারা ইয়াবা পৌঁছে দেয়।”

কিন্তু তিন দিন ধরে কেন তারা চট্টগ্রামে অবস্থান করছে, আর কার কার কাছে তারা গিয়েছিল, সেসব খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।