চট্টগ্রামে ২০ টন জাটকা এতিমখানা, মন্দিরে বিতরণ

চট্টগ্রামের সদর‌ঘাট থেকে জব্দ ২০ টন জাটকা এতিমখানা, মন্দির ও সেবাশ্রমে বিতরণ করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2017, 02:21 PM
Updated : 16 Feb 2017, 02:21 PM

বৃহস্পতিবার নগরীর এতিমখানা, মন্দির ও সেবাশ্রমসহ মোট ৭০টি প্রতিষ্ঠানে জব্দকৃত এসব জাটকা বিতরণ করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী।

তিনি বলেন, বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে নগরীর সদরঘাটে জেকে-৩ নামের একটি জাহাজ থেকে ২০ টন জাটকা জব্দ করা হয়।

সন্ধ্যার দিকে অভিযানে জব্দকৃত ২০ টন জাটকা ৭০টি প্রতিষ্ঠানে বিতরণ করা হয় বলে জানান তিনি।

১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে ২৩ সেন্টিমিন্টারের নিচে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ।