সীতাকুণ্ডে অনুমোদনহীন বেকারিকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করায় অনুমোদনহীন একটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2017, 01:55 PM
Updated : 16 Feb 2017, 01:55 PM

বৃহস্পতিবার উপজেলার জোড় আমতল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ‍রুহুল আমিন।

রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতল এলাকার ভাই ভাই বেকারিতে অভিযানে গেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়।

“নিম্নমানের উপকরণ-ফ্লেভার দিয়ে কেক বানানো হচ্ছিল। কেকে ময়লার স্তর, মাছি, পোকামাকড়ও পাওয়া গেছে। কোনো পণ্যের গায়েই মেয়াদের তারিখ নেই। বেকারিটির বিএসটিআইর লাইসেন্সও নেই।”

খাবারের মোড়কে অনুমোদনহীন পলিথিন ব্যবহার করা হয়েছে।

এসব অপরাধে বেকারির মালিক শরিফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।