চট্টগ্রাম ডিসির নাম করে চাঁদা দাবির অভিযোগ

চট্টগ্রামের জেলা প্রশাসকের নাম ব্যবহার করে নগরীর কয়েক জায়গায় চাঁদা দাবি করার অভিযোগ পাওয়ার পর এবিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বা জানিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2017, 01:11 PM
Updated : 16 Feb 2017, 01:11 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সবাইকে সতর্ক থাকার এ আহ্বান জানানো হয়।

এতে জেলা প্রশাসকের নামে কারও কাছে টাকা দাবি করার ঘটনা ঘটলে জেলা প্রশাসনের ০১৭৬৪১৪৪৪২৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়।

জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন এবিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গল ও বুধবার এরকম দুটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। ভুক্তভোগীরাও আমার সাথে ফোনে যোগাযোগ করেছেন।

“আমি তাদেরকে যে নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হয়েছে সেটাসহ থানায় যোগাযোগ করতে বলেছি। আর পাশাপাশি সবাইকে এ ধরনের ঘটনায় সতর্ক হওয়ার অনুরোধ জানাচ্ছি।”

এ ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।