বাকলিয়ায় তেলের দোকানে আগুনে একজনের মৃত্যু

চট্টগ্রামের বাকলিয়ায় একটি তেলের দোকানে আগুন লেগে একজন মারা গেছেন।

চট্টগ্রাম ব‌্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 04:29 PM
Updated : 15 Feb 2017, 05:30 PM

বুধবার রাত ৮টার দিকে কেবি আমান আলী রোডের চারতলা চন্দ্রিকা ভবনের নিচতলার একটি তেলের দোকানে আগুন লাগে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম পরিতোষ বড়ুয়া (৫০) বলে জানান বাকলিয়া থানার ওসি আবুল মনসুর।

পরিতোষের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। দোকানের ভেতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা পূর্ণ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার পর দোকানের তেলের একটি ড্রাম বিস্ফোরিত হয়। আগুন ভবনের দোতলার একটি বাসায়ও ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১০টি গাড়ি রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ণ চন্দ্র বলেন, আগুনে তেলের দোকানটি ছাড়াও ভবনের দোতলার একটি বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই ভবনের আবাসিক বাসিন্দাদের কেউ হতাহত হননি।