সীতাকুণ্ডে বেকারিকে জরিমানা, এক মণ মিষ্টি ধ্বংস

অপরিচ্ছন্ন পরিবেশে ভেজাল উপকরণ দিয়ে খাবার তৈরি করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা এবং একটি দোকানের এক মণ মিষ্টি নষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 03:52 PM
Updated : 15 Feb 2017, 03:52 PM

সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সীতাকুণ্ডের বড় দারোগাহাট এলাকায় কলি বেকারিতে পোড়া পাম ওয়েল, নিম্নমানের কাপড়ের রং-ফ্লেভার ও ডালডা ব্যবহার এবং বেকারি পণ্যে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার প্রমাণ পায় আদালত।

রুহুল আমীন বলেন, “ওই বেকারির বিএসটিআইর লাইসেন্স নেই। খাবার মোড়ক তৈরিতে অনুমোদনহীন পলিথিন ব্যাগ ব্যবহার করা হয়েছে।

“এসব কারণে বেকারির ম্যানেজার মো. ইউনুসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি পরিচ্ছন্ন করে বিএসটিআইর লাইসেন্স না নেওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

একই আদালত বড় দারোগার হাট এলাকায় ‘মিষ্টির দোকান’ নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে পুরনো জিলাপির খামিরের সন্ধান পায়।

পাশাপাশি সংরক্ষণ করা এক মণ মিষ্টি ধ্বংস করা হয় বলে জানান রুহুল আমীন।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত পেশকার পাড়ায় আবাসিক সংযোগ নিয়ে ব্যাটারি চার্জের কারখানা বসানোর অভিযোগে দুটি সংযোগ বিচ্ছিন্ন করে। এসময় ১০টি চার্জার, একটি মিটার ও ১০টি ব্যাটারি জব্দ করা হয়।