পরিত্যক্ত জিপের মালিকানা মিলেছে

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাস মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা জিপের মালিকানা খুঁজে পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 02:11 PM
Updated : 15 Feb 2017, 02:11 PM

বুধবার অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়িটির মালিক রাউজান উপজেলার বাসিন্দা সাহেদ হোসাইনের। তিনি চট্টগ্রামের চকবাজার এলাকার জয়নগরে থাকেন।

সোমাবার বিকালে চট্টেশ্বরী রোডের চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে পরিত্যক্ত অবস্থায় মিতসুবিশি ব্রান্ডের একটি জিপ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ড. মঈনুল বলেন, উদ্ধার করা মিতসুবিসি ওরিয়র ভি-৭৫ ডব্লিউ মডেলের গাড়িটির দরজা বন্ধ থাকায় মিস্ত্রি ডেকে দরজা খুলে গাড়ির ভেতর থেকে দুইটি মোবাইল, মানিব্যাগ ও মিডল্যান্ড ব্যাংকের একটি ডেবিট কার্ড উদ্ধার করা হয়।

ডেবিট কার্ডের সূত্র ধরে শুল্ক গোয়ন্দা ও তদন্ত অধিদপ্তর গাড়িটির মালিকানা নিশ্চিত হয়েছে বলে জানান তিনি।

গাড়িটি উদ্ধারের সময় চট্টমেট্রো এসএইচএ- ০০-০০৯৭ লেখা ইংরেজি নম্বর প্লেট লাগানো ছিল।

মঈনুল বলেন, “প্রাথমিক তথ্য বিশ্লেষণে ধারণা করা হচ্ছে যে, কারনেট সুবিধার অপব্যবহারের মাধ্যমে গাড়িটি এনে শুল্ক ফাঁকি দিয়ে চট্টগ্রামে ব্যবহার করা হচ্ছিল।”

তিনি জানান, শুল্কসহ গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকা।

গাড়িটির বিষয়ে শুনানিতে অংশগ্রহণের জন্য মালিককে নোর্টিস দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান মঈনুল।