বহদ্দারহাটের দুই ভাই খুনের তদন্তে এবার পিবিআই

চট্টগ্রামের বহদ্দারহাটে দুই ভাই খুনের ঘটনায় সিআইডির দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যারন করে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 04:18 PM
Updated : 13 Feb 2017, 04:18 PM

সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশীদ এ আদেশ দেন।

২০১৪ সালে খুনের এই ঘটনায় দীর্ঘদিন তদন্তের পর সিআইডি যে অভিযোগপত্র দিয়েছিল তাতে ১৩ জনকে আসামি করা হয়।

বাদী পক্ষের আইনজীবী মো. রফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি দায়েরের সময় ২৯ জন আসামি করেছিলেন বাদী। সিআইডির দেওয়া অভিযোগপত্রে এজাহারের প্রায় সব আসামিকে অব্যাহতি দিয়ে নতুন কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়। বাদী সেটি প্রত্যাখ্যাান করে নারাজি আবেদন করেছিলেন।”

২৪ জানুয়ারি বাদী মঈন উদ্দিন মহসিনের করা সেই নারাজি আবেদনের শুনানির জন্য সোমবার আদালতে দিন ধার্য ছিল।

আইনজীবী রফিকুল হক বলেন, “শুনানি শেষে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সহকারী কমিশনার পদমর্যাদার কাউকে এ দায়িত্ব দিতে বলেছেন।”

২০১৪ সালের ১৯ ডিসেম্বর রাতে বহদ্দারহাটের বাদামতল এলাকায় এক আত্মীয়র জানাজা শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বাসিন্দা ফরিদুল আলম ও আবু বক্কর সিদ্দিক নামের দুই ভাইকে পিটিয়ে ও ধারালো অন্ত্রের আঘাতে খুন করা হয়।

এ ঘটনায় পরদিন তাদের ভাই মঈন উদ্দিন মহসিন বাদী হয়ে নগরীর চান্দগাঁও থানায় হত্যা মামলাটি করেন।

শুরুতে চান্দগাঁও থানার এক উপ-পরিদর্শক ও পরে পরিদর্শক (তদন্ত) শহীদুল হক মোট ১৩ মাস এ মামলার তদন্ত করেন। এরপর বাদীর আবেদনে সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছিল আদালত।

সিআইডি তারপর থেকে প্রায় ১১ মাস তদন্ত শেষে গত ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।