চট্টগ্রামের তথ্য-প্রযুক্তি পেশাজীবীদের সংগঠন এসসিআইটিপির বছরপূর্তি

প্রতিষ্ঠার এক বছর পূর্ণ করেছে চট্টগ্রামে তথ্য-প্রযুক্তি পেশায় জড়িতদের সংগঠন সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 12:01 PM
Updated : 25 Jan 2017, 06:15 AM

সোমবার এক বছর পূর্তিতে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনটির ডাকা সংবাদ সম্মেলনে আগামী এক বছরের পরিকল্পনা তুলে ধরা হয়।  

কর্মজীবনে গুরত্বপূর্ণ অবদান রাখার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এসসিআইটিপি এক বছর পূর্তিতে আগামী ২৬ জানুয়ারি নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে সেমিনারের আয়োজন করছে।

সংবাদ সম্মেলনে এসসিআইটিপির সেক্রেটারি জেনারেল মো. সাইফুল ইসলাম মাহিন বলেন, আমাদের সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল এক বছর আগে ঠিক এই দিনে। বর্তমানে আমাদের সংগঠনের সদস্য সংখ্যা ৪৫০ জন।

“আমাদের প্রতিজ্ঞা ছিল তথ্যপ্রযুক্তির ওপর আমরা বিভিন্ন কর্মশালার আয়োজন করব, যেগুলো হবে সময়োপযোগী এবং যা আইটি প্রফেশনালদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

গত বছর ডাটা সেন্টার ডিজাইন অ্যান্ড ডিসিশন, আইটিআইএল ফাউন্ডেশন, সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, মিকরোটিক অ্যান্ড লিনাক্স ট্রেনিং কোর্স সফলভাবে আয়োজন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গত বছরের মতো এবছরেও সংগঠনটি বহুমাত্রিক নতুন নতুন প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আইটি প্রফেশনালদের সামনে হাজির হবে বলে জানান সাইফুল ইসলাম মাহিন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. আবদুল্লাহ ফরিদ, সহ-সভাপতি মো. তামিম ওয়াহিদ আল হেলাল, যু্গ্ম-সচিব রিপন চৌধুরী, নাজমুল করিম মজুমদার, শাহ পরান ও নির্বাহী সদস্য এ বি এম আহসান উল্লাহ।