পতেঙ্গায় বিপুল পরিমাণ চোরাই টি-শার্ট উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের পতেঙ্গার একটি পরিত্যক্ত সাবান কারখানা থেকে বিপুল পরিমাণ টি-শার্টসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 02:11 PM
Updated : 22 Jan 2017, 02:11 PM

রোববার দুপুরে পতেঙ্গা থানার ফুলছড়ি পাড়া ওই কারখানা টি-শার্টগুলো উদ্ধার করা হয় বলে জানান ওসি আবুল কাশেম ভূঁইয়া।

গ্রেপ্তাররা হলেন- আনোয়ার শাহাদাৎ ওরফে সুমন (৩৭), আলমগীর ওরফে রনি (৩০), আরিফুল হক সুমন (২৫) ও মাসুদ রানা (২২)।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টি-শার্টগুলো উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলামের দাবি গ্রেপ্তাররা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য।

তিনি বলেন, “বিভিন্ন পোশাক কারখানায় তৈরি করা এসব পোশাক রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে আসার পথে কভার্ড ভ্যান থেকে  চুরি হয়।

“চালকের সঙ্গে যোগসাজসে চক্রটি কভার্ড ভ্যান তাদের সুবিধাজনক স্থানে নিয়ে সেটার তালা লাগানোর স্থান কেটে ফেলে। পরে কার্টন থেকে মালামাল নিয়ে সেখানে ঝুট কাপড় ভরে দেয়।”

গ্রেপ্তারদের কাছ থেকে তালা কাটার যন্ত্রও উদ্ধার করা হয়েছে জানিয়ে মনিরুল বলেন, “এ চক্রটির সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে। এদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে।”

ওসি কাশেম বলেন, মালামাল উদ্ধার করা হলেও কভার্ড ভ্যানটি শনাক্ত করা যায়নি। এছাড়াও এখনও পর্যন্ত কেউ মালামালের মালিকানাও দাবি করেনি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা হয়েছে।