দেশে শৃঙ্খলা ফিরিয়েছিলেন জিয়া: মীর নাছির

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঁচাত্তর পরবর্তী সময়ে দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 03:24 PM
Updated : 19 Jan 2017, 03:24 PM

বৃহস্পতিবার চট্টগ্রামে নগর বিএনপি কার্যালয়ে জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান  মীর নাছির বলেন, “জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত বাংলাদেশের মানুষকে নতুন করে শুধু বাঁচার নয়, সম্মানের সাথে বাঁচার স্বপ্নে উজ্জ্বীবিত করেছিলেন।

“১৯৭১ সালের ‘স্বাধীনতা যুদ্ধের ঘোষণার’ মত ‘সাহসীকতায়’ ৭৫’র ৭ নভেম্বর পরবর্তী জীবন বাজি রেখে দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন।”

সংসদ চালু রেখে নির্বাচন হলে আওয়ামী লীগ আরেকটা ‘প্রহসন মঞ্চস্থ’ করবে মন্তব্য করে তিনি বলেন, “ উন্নয়নের গণতন্ত্রের নামে চলছে লুটতন্ত্র। তারা জনগণকে ভয় পায়। দেশের মানুষের বাক স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র এবং গণতান্ত্রিক অধিকার হরণ করছে।”

অবিলম্বে ‘নির্বাচনকালীন সরকার’ গঠন করে ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠা করারও দাবি জানান এ বিএনপি নেতা।

স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে  চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, “স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমানকে জানলে বাংলাদেশকে জানা হবে। 

“জিয়া স্বাধীনতা যুদ্ধে মানুষের ক্রান্তিকালে যেমন নেতৃত্ব দিয়েছিলেন ঠিক তেমনিভাবে দেশের উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধি আনতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়েছিলেন।”     

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপি নেতৃবৃন্দ।