চট্টগ্রামে শতাধিক স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামে কালুরঘাট ভারি শিল্প এলাকায় ফুটপাত ও নালার উপর থেকে প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 01:10 PM
Updated : 18 Jan 2017, 01:10 PM

বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পরিচালিত ওই অভিযানে কয়েকটি অনিয়মে এক ডায়াগনস্টিক সেন্টারসহ দুই ফাস্টফুড দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালুরঘাট শিল্প এলাকার আজিম মান্নান গার্মেন্ট থেকে ইউনিলিভার পর্যন্ত সড়কের উভয় পাশ থেকে শতাধিক ভাসমান স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও কালুরঘাট শিল্প এলাকার প্রবেশমুখ সিঅ‌্যান্ডবি মোড়ে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ উপাদান দেওয়ায় ‘ঝাল বিতানকে’ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় ট্রেড লাইসেন্স না থাকায় ‘ফ্রেশ ক‌্যান্ডিকে’ পাঁচ হাজার টাকা ও মূল্য তালিকা না থাকায় শাহজি ডায়াগনস্টিক সেন্টারকে দশ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান জাফর।