অর্থ আত্মসাৎ: দুই যুগ পর নয়জনের জেল-জরিমানা

মামলার দুই যুগের বেশি সময় পর চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ৭০ লাখ টাকা আত্মসাতের দায়ে নয়জন আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2017, 12:21 PM
Updated : 17 Jan 2017, 12:21 PM

মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন কারাদণ্ডের সঙ্গে আসামিদের প্রত্যেককে আট লাখ ৩৯ হাজার ৭০০ টাকা করে অর্দণ্ডও দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন।

জরিমানার অর্থ পরিশোধ না করলে আসামিদের আরও ছয় মাস কারাগারে কাটাতে হবে বলে জানান তিনি।

দণ্ডপ্রাপ্তরা হলেন- অগ্রণী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আনসারুল হক, সাবেক ক্যাশ ইনচার্জ আবদুস শুক্কুর, খাতুনগঞ্জের ব্যবসায়ী স্বপন কুমার ঘোষ, নুর অ্যান্ড ট্রেডার্সের আবদুন নুর, মেসার্স আলম ব্রাদার্স অ্যন্ড কোম্পানির জামাল উদ্দিন, মেসার্স পারভিন অটো মোবাইলের কোরবান আলী, আজিজ অ্যান্ড ব্রাদার্সের আজিজুর রহমান, রহমান অ্যান্ড কোম্পানির শহীদুল আমান এবং হোসেন অ্যান্ড ব্রাদার্সের মোহাম্মদ হোসেন। আসামিরা সবাই পলাতক।

এছাড়া আরও আসামিকে খালাস দিয়েছেন বিচারক।

আদালত সূত্র জানায়, ৪০৫ মেট্রিক টন সিআই শিট আমদানির জন্য অগ্রণী ব্যাংক খাতুনগঞ্জ শাখায় ৭০ লাখ টাকার ঋণপত্র খুলেছিলেন আসামিরা। কিন্তু এর বিপরীতে তারা মাত্র একশ মেট্রিক টন শিট আমদানি করেন। নিয়মানুসারে আমদানির ঋণপত্রের বিপরীতে ব্যাংককে ৭০ লাখ টাকা পরিশোধ করতে হয়।

এ ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আবু মো. আরিফ সিদ্দিকী ১৯৮৮ সালের ১৩ অক্টোবর ১১ জনের বিরুদ্ধে এই মামলা করেন।

মামলার বিচারের সময় সাতজনের সাক্ষ্য নেওয়া হয়।

আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, উচ্চ আদালতের স্থগিতাদেশসহ নানা কারণে মামলাটির কার্যক্রম দীর্ঘদিন থমকে ছিল।