চট্টগ্রাম বন্দরে চার জাহাজকে জরিমানা

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নিরাপত্তা সরঞ্জাম না থাকাসহ বিভিন্ন কারণে চারটি জাহাজকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2017, 01:04 PM
Updated : 16 Jan 2017, 01:04 PM

জাহাজগুলো হলো- এমভি প্রিন্স অব রিদোয়ান, এমভি নিউ পারভিন, এমভি তানভীর তাওসীফ-২ এবং এমভি নিউ অনাবিল।

সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীনের নেতৃত্বে এ অভিযান চলে।

রোকেয়া পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চ্যানেলে বড় জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, ওভারলোডিং এবং বে ক্রসিং অনুমতি না থাকায় ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্সের আওতায় জাহাজগুলোকে জরিমানা করা হয়েছে।”