পাহাড়তলি বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন

গণহত্যা প্রতিরোধের আন্তর্জাতিক দিবসে চট্টগ্রামের ‘জল্লাদখানা’ খ্যাত পাহাড়তলি বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন করে গণহত্যায় নিহতদের স্মরণ কর্মসূচি পালিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2016, 05:21 PM
Updated : 9 Dec 2016, 05:21 PM

শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বর্ধভূমিতে আলোক প্রজ্জ্বলন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী দেশে যেভাবে গণহত্যা চালিয়েছিল তা কখনো ভুলে যাওয়ার নয়।

“বিজয়ের মাসে আমরা স্মরণ করছি জাতির জনক শেখ মুজিবুর রহমানকে এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সকল বীর শহীদকে।”

বিকৃত ইতিহাস পরিহার করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক সামসুল আরেফিন। 

আলোচনা শেষে গণহত্যার শিকার শহীদদের স্মরণে পাহাড়তলি বধ্যভূমিকে মোমবাতি জ্বালানো হয়।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিকদার।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাব উদ্দিন, অধ্যাপক ম. সাইফুল ইসলাম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মো. খালেদ হেলালসহ অন্যরা বক্তব্য রাখেন।