ভারতের সঙ্গে নৌ চুক্তির আগে বিস্তারিত প্রকাশের আহ্বান নোমানের

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে হতে যাওয়া নৌ বন্দর ব্যবহার ও সামরিক চুক্তির বিস্তারিত জনগণের কাছে প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2016, 02:13 PM
Updated : 9 Dec 2016, 03:13 PM

শুক্রবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, “প্রতিবেশী দেশের সাথে সামরিক ও নৌ বন্দর ব্যবহার সংক্রান্ত চুক্তি করার আগে তা জনগণের কাছে বিস্তারিত প্রকাশ করতে হবে। নইলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে”।

বুধবার ঢাকায় শুরু হওয়া ভারত ও বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জানান, ভারতের সাথে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার নিয়ে এ মাসেই দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে। 

চট্টগ্রাম নগরীর হালিশহরে শ্রমিক দলের আয়োজিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা নোমান।

এতে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশনের বিকল্প নেই।

একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনকালীন সরকারের রুপরেখা কি হবে সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপে বসারও আহ্বান জানান নোমান।

নোমান বলেন, সংলাপকে পাশ কাটিয়ে সংকট দীর্ঘায়িত করে ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টার পরিণাম ভালো হবে না।

আগামী নির্বাচনে দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান নোমান।

চট্টগ্রাম নগর শ্রমিক দলের প্রয়াত নেতা ইয়াছিন আলীর স্মৃতিচারণে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, সাংগঠনিক সম্পাদক শ ম জামাল ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল।