দুর্নীতির বিরুদ্ধে দুদক-টিআইবির বেলুন

দুর্নীতি বিরোধী বার্তা প্রচারে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় হিলিয়াম বেলুন উড়িয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

চট্টগ্রাম ব‌্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 12:17 PM
Updated : 8 Dec 2016, 12:17 PM

দেশের আটটি বিভাগীয় শহরে বেলুন উত্তোলনের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও তা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর আগ্রাবাদ বাদামতলী এলাকায় এক্সেস সড়কের সড়ক বিভাজকে বেলুনটি উত্তোলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দুদক চট্টগ্রাম এর পরিচালক মো. আবু সাঈদ, সম্মিলিত জেলার কার্যালয়ের উপ-পরিচালক-১ মো. মোশারফ হোসেন ভুঁইয়া ও উপ-পরিচালক-২ সাঈদ আহমেদ।

এ বিষয়ে টিআইবি, চট্টগ্রাম মহানগরের এরিয়া ম্যানেজার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাত দিন বেলুনটি সেখানে উড়বে। দুর্নীতির বিরুদ্ধে একসাথে- স্লোগান নিয়ে বেলুন ওড়ানো দুর্নীতিবিরোধী একটি প্রতীকী কর্মসূচি।”

এছাড়া দুর্ণীতিবিরোধী দিবস উপলক্ষে সনাক-টিআইবি’র আয়োজনে শুক্রবার সকালে নগরীতে শোভাযাত্রা ও চট্টগ্রাম সার্কিট হাউজে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

পরদিন শনিবার কার্টুন প্রদর্শনী, দুর্নীতিবিরোধী শোভাযাত্রা, মানববন্ধন এবং বিকেলে নগরীল ডিসি হিলে দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও শপথপাঠের আয়োজন করা হয়েছে।