ইস্ট ডেল্টায় স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা শুক্রবার

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 01:07 PM
Updated : 7 Dec 2016, 01:07 PM

বুধবার ইডিইউর জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হবে।

স্প্রিং সেমিস্টারে ইডিইউর বিবিএ, এমবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে ইডিইউ উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, উচ্চ শিক্ষায় সর্বোচ্চ মান নিশ্চিত করতে মেধা যাচাইয়ের মাধ্যমে এখানে শিক্ষার্থী ভর্তি করানো হয়।

যেসব ভর্তি পরীক্ষার্থী এসএসসি, এইচএসসি ও সমমানের দুই পরীক্ষায় ভালো ফল করেছে এবং যারা ভর্তির পরবর্তী প্রথম সেমিস্টারে ভালো ফল করবে তাদের জন্য ইডিইউতে চেয়ারম্যান ডিস্টিঙ্গুইশ স্কলারশিপ, বোর্ড অব ট্রাস্টিস গ্র্যান্ট, চেয়ারম্যানস আউটস্টেডিং স্টুডেন্ট অ্যাওয়ার্ড ও চেয়ারম্যানস মেরিট অ্যাওয়ার্ডসহ নানা সুবিধা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভর্তি পরীক্ষার ফলাফল ইডিইউর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।