চট্টগ্রামে ‘ভুয়া উপসচিবকে’ ধরে পিটুনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2016, 02:01 PM
Updated : 4 Dec 2016, 02:01 PM

কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা দিদারুল আলম চৌধুরীকে (৪৭) গ্রেপ্তারের পর রোববার কারাগারে পাঠানো হয়েছে বলে কোতোয়ালী থানার ওসি জসীম উদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দিদারুল নিজেকে উপসচিব সাহেদ ইকবাল পরিচয় দিয়ে পুলিশসহ প্রশাসনের বিভিন্ন জায়গায় প্রতারণা করতেন।

পাশাপাশি নিজেকে ‘প্রভাবশালী’ দেখিয়ে অসহায় নারীদের সাথে প্রতারণা করে অশ্লীল ছবি তুলে পরবর্তীতে তাদের ছবিগুলো দেখিয়ে টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র হাতিয়ে নিত।

ওসি জসীম বলেন, “শনিবার এক মহিলার ধারণ করা ভিডিও ও ছবি ফেরত দেওয়ার কথা বলে দিদারুল তাকে রেল স্টেশন এলাকায় ডেকে নিয়ে গিয়ে সেগুলো ফেরত দিতে অস্বীকৃতি জানায়। কথাকাটির এক পর্যায়ে দিদারুল ওই মহিলাকে নিয়ে টানাহেঁচড়া করলে স্থানীয়রা তাকে ধরে পিটুনি দেয়।”

দিদারুলের বিরুদ্ধে কক্সবাজারের চকরিয়া ও চট্টগ্রামের বাঁশখালী থানায় দুটি প্রতারণার মামলা আছে বলেও তিনি জানান।