অবরোধের ডাক দিয়াজ অনুসারীদের

ছাত্রলীগ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিয়াজ ইরফান চৌধুরীর ‘হত্যার’ বিচার দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে তার অনুসারীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2016, 05:33 PM
Updated : 27 Nov 2016, 08:37 AM

বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের ব্যানারে শনিবার রাতে এ ধমর্ঘেটর ডাক দেওয়া হয়।

দিয়াজের অনুসারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,

“দিয়াজের হত্যাকারীদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে এ অবরোধের ডাক দিয়েছি।”

দিয়াজ ‘হত্যার’ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে অপসারণের দাবিও রয়েছে বলে জানান তিনি।

গত ২০ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসায় ঝুলন্ত লাশ ঊদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্তে আত্মহত্যার প্রতিবেদন দিলেও দিয়াজের পরিবারের সদস্যরা তা প্রত্যাখান করে আদালতে হত্যা মামলা করে, যাতে সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ১০ জনকে আসামি করা হয়।