চট্টগ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় দুইজনের কারাদণ্ড

চট্টগ্রামে বোয়ালখালি উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা ও বরের ভাইকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2016, 03:08 PM
Updated : 27 Oct 2016, 03:08 PM

এরা হলেন- বরের ভাই ফজলুল কাদের (৪০) ও কনের বাবা শেখ মোহাম্মদ।

বৃহস্পতিবার শাকপুরা ইউনিয়নে উপজেলা নির্বাহী কমকর্তা কাজী মাহবুবুল ইসলাম তাদের এ কারাদণ্ড দেন।

কাজী মাহবুবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যম শাকপুরা এলাকার শেখ মোহাম্মদ তার ১৭ বছর বয়সী মেয়ের বয়স গোপন করে আঁকদের আয়োজন করে।

বরের বাড়ি একই উপজেলার পূর্ব গুমদণ্ডি এলাকায়।  দুই পরিবারের সম্মতিতেই অপ্রাপ্তবয়সী ওই মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছিল বলে জানান তিনি।

বয়স গোপন করে বাল্যবিয়ের আয়োজন করার এই অপরাধে শেখ মোহাম্মদকে এক মাসের কারাদণ্ড ও বরের বড় ভাই ফজলুল কাদেরকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বরের নামসহ বিস্তারিত পরিচয় জানাতে পারেননি কাজী মাহবুব।

তিনি বলেন, বিয়ে দিতে যাওয়া মেয়েটি শাকপুরা দারুল ‍সুন্নাহ দাখিল মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ে। আকদ পড়ানোয় সহযোগিতায় করায় একই মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদকেও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।