চট্টগ্রামে পরিবেশ দূষণে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ ও তরল বর্জ্য পরিবেশে অবমুক্ত করায় চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2016, 01:54 PM
Updated : 27 Oct 2016, 02:37 PM

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক এ অভিযানে নেতৃত্ব দেন।

অধিদপ্তরের সহকারী পরিচালক সযুক্তা দাশগুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৩ অক্টোবর নগরীর নেক্সাস শিল্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

“এরপর শুনানির জন্য প্রতিষ্ঠান দুটিকে নোটিশ দেওয়া হয়। শুনানি শেষে এ জরিমানা ধার্য করা হয়েছে।”

এরমধ্যে ওই শিল্প এলাকার চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা রিফ লেদারকে এক লাখ ৪০ হাজার চারশ টাকা এবং সামদানী ওয়াশ নামের ওয়াশিং ফ্যাক্টরিকে ৬৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকার চিং হুন ফাইবার্স নামের ডাইং প্রতিষ্ঠানকে শুনানিতে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে বলে জানান সযুক্তা দাশগুপ্তা।

এদিকে নগরীর টেক্সটাইল গেট এলাকায় দি পলি প্রিন্টিং প্যাক নামের একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৭০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তরের একই ভ্রাম্যমাণ আদালত।

প্রতিষ্ঠান দুটিকে অধিদপ্তরের শুনানিতে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে।