চট্টগ্রামে কভার্ড ভ্যানে ধাক্কার পর বিকল সুবর্ণ এক্সপ্রেস

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় একটি রেল ক্রসিংয়ে আটকে পড়া কভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে বিকল হয়ে পড়েছে আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 05:12 PM
Updated : 26 Oct 2016, 05:12 PM

বুধবার রাত সাড়ে ৮টার পর নগরীর সোনা মিয়া রেলক্রসিংয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস এ দুর্ঘটনায় পড়লেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আকবার শাহ থানার এসআই শেখ মাহমুদ হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেন আসার বেশ কিছুক্ষণ আগে ওই রেলক্রসিংয়ে উঠে একটি কভার্ড ভ্যানের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে চট্টগ্রামে ঢোকার সময় ওই কভার্ড ভ্যানটিকে ধাক্কা দিয়ে বিকল হয়ে পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন।

ওই স্থানে দুটি লাইন থাকায় সুবর্ণ এক্সপ্রেস বিকলে বিঘ্ন হলেও ট্রেন চলাচল বন্ধ নেই বলে পূর্বাঞ্চল রেলওয়ের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে জানানো হয়েছে।

নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, ক্রেনের সাহায্যে কভার্ড ভ্যানটিকে সরানোর পর বিকল্প একটি ইঞ্জিনের মাধ্যমে সুবর্ণ এক্সপ্রেসকে চট্টগ্রামে স্টেশনে নেওয়া হবে। তখন দুই পথেই চলাচল স্বাভাবিক হবে।