বঙ্গোপসাগরে শুরু বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ নৌ মহড়া

বঙ্গোপসাগরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ মহড়া ‘এক্স কারাত’ (এক্সারসাইজ কোঅপারেশন এফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং) শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2016, 01:13 PM
Updated : 25 Oct 2016, 01:13 PM

মঙ্গলবার নৌবাহিনীর স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড টেকটিকস এ পাঁচ দিনব্যাপী এ মহড়ার উদ্বোধন করেন কমান্ডার বিএন ফ্লিট কমডোর শেখ আরিফ মাহমুদ।

আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ষষ্ঠবারের মতো আয়োজিত এ যৌথ মহড়ায় আইইডি (ইমপ্রোভাইজ এক্সক্লুসিভ ডিভাইস) ফান্ডামেন্টালস, ইওডি (এক্সপ্লোসিভ ওর্ডনেস ডিসপোজাল) টুলস, বোট মেইনটেন্যান্স, কমব্যাট লাইফ সেভিং অ্যান্ড মিশন প্ল্যানিং এসব বিষয়ের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

মহড়ার মাধ্যমে দুই বাহিনীর মধ্যে অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে সম্যক ধারণা অর্জন, নিজেদের সক্ষমতা বৃদ্ধি ও উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচিতি তৈরি হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমান্ডার বিএন ফ্লিটের সার্বিক তত্ত্বাবধানে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মহড়ায় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কমডোর সোয়াডস কমান্ডস, কমডোর নেভাল এভিয়েশনসহ মনোনীত নৌ সদস্যরা অংশ নিচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সিটিএফ-৭৩, সিডিএস-৭, ইওডিএমইউ-৫, সি-৭ এফসহ মার্কিন দূতাবাসের প্যাকম টিমের মনোনীত ব্যক্তিরা অংশ নিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ডেস্ট্রয়ার স্কোয়াড্রন-৭ এর কমান্ডার ক্যাপ্টেন এইচ বি বিলি উপস্থিত ছিলেন।

আগামী ২৯ অক্টোবর এ মহড়া সমাপ্ত হবে।