চট্টগ্রামে সোনা চোরাচালানকারীর ৭ বছর কারাদণ্ড

চট্টগ্রামে সোনা চোরাচালান মামলায় এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2016, 02:41 PM
Updated : 23 Oct 2016, 02:43 PM

চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর রোববার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের বাসিন্দা। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।  

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফখরুদ্দীন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে জাহাঙ্গীরকে আরও তিন মাস সাজা খাটতে হবে হবে জানান তিনি।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২০ মার্চ এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আরব আমিরাতের রাসেল খাইয়াম থেকে দেশে আসেন সাতকানিয়ার জাহাঙ্গীর।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারণে জাহাঙ্গীরকে আটক করে শুল্ক গোয়ন্দা অধিদপ্তরের সদস্যরা। পরে তাকে তল্লাশি করে জুতার ভেতর থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এই ঘটনায় অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা সাখাওয়াত হোসাইন চোরাচালান আইনে পতেঙ্গা থানায় একটি মামলা করেন।

আইনজীবী ফখরুদ্দীন জানান, গত বছরের ৪ মে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং ১৪ জুন আদালত অভিযোগ গঠন করে।

রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষগ্রহণ শেষে আদালত এ রায় দেন।