চট্টগ্রামে গাঁজা ও চোলাই মদসহ আটক ২

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং বাজার এলাকা থেকে ১২ কেজি গাঁজা ও ১১৫ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2016, 04:08 PM
Updated : 22 Oct 2016, 04:08 PM

শনিবার সন্ধ্যায় র‌্যাব-৭ এর একটি অভিযান দল তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি চন্দন দেবনাথ।

আটক দুজন হলেন, সজীব মিয়া (২৩) ও মো. শাহীন (২৭)।

এদের মধ্যে সজীব নোয়াখালীর কবিরহাট থানার চর মোল্লা কালী গ্রামের ইসহাক মিয়ার ছেলে; আর শাহীন নগরীর ইপিজেড থানার সেইলার্স কলোনি এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।

এএসপি চন্দন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিমেন্ট ক্রসিং বাজারের পশ্চিম পাশে আলিশা রোডে মাদক বিক্রেতারা মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।

“এসময় পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়।”

আটক হওয়াদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের দেখানো মতে ওই এলাকার পরিত্যক্ত একটি কক্ষ থেকে ১১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

আটক দুজন ও উদ্ধার করা মাদকদ্রব্য ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা চন্দন দেবনাথ।