চট্টগ্রামে কারখানা খোলার দাবিতে পোশাক শ্রমিকদের সমাবেশ

চট্টগ্রামে বেআইনি ‘লে-অফ’ প্রত্যাহার করে কারখানা খুলে দেওয়ার দাবিতে সমাবেশ করেছে পোশাক শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2016, 03:37 PM
Updated : 20 Oct 2016, 03:37 PM

বৃহস্পতিবার নগরীর বহদ্দারহাটে এ সমাবেশ থেকে তিন মাসের বকেয়া পরিশোধে সরকারকে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।

নগরীর বহদ্দারহাট এলাকায় ক্রন সোয়েটার লিমিটেডের কারখানা চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে প্রায় ৪০০ শ্রমিক অংশ নেয়।

সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক রাহাতুল্লাহ জাহিদ বলেন, সেপ্টেম্বরে ২৭ দিন ‘লে-অফ’ ঘোষণার পর ২৮ সেপ্টেম্বর কারখানা খোলার কথা।

কিন্তু মালিকপক্ষ কারখানা না খুলে তিন মাস ধরে কোনো নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে লাপাত্তা হয়ে গেছে বলে অভিযোগ এ শ্রমিক নেতার।

“মালিকপক্ষ শ্রম অধিদপ্তর, কলকারখানা পরিদর্শকসহ সংশ্লিষ্ট কাউকে না জানিয়ে বেআইনিভাবে কারখানা বন্ধ রেখেছে। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি।”

সমাবেশে দুর্দশাগ্রস্থ শ্রমিকদের পাওনা আদায়ে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান শ্রমিক নেতারা।

সমাবেশে অন্যদের মধ্যে শ্রমিক নেতা খোকন চৌধুরী, প্রকাশ ঘোষ, জাহাঙ্গীর কাজল, কল্পনা আক্তার, কোহিনূর বেগম,  দীপন দাশ এবং মো. লিটন উপস্থিত ছিলেন।

সমাবেশের আগে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।